বগুড়ায় অটো ভ্যান চাপায় শিশু নিহত
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ৪ ডিসেম্বর ২০২০

ছবি: প্রতীকী
খালিদ হাসান, বগুড়া থেকে: বগুড়ার নন্দীগ্রামে অটো ভ্যানের চাপায় জাহিদ হাসান (৪) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান ঐ এলাকার ফারুক আহম্মেদের ছেলে।
জানা যায়,বাড়ির পাশে গ্রামের রাস্তায় খেলার সময় ব্যাটারিচালিত একটি ধান বোঝাই অটো ভ্যান শিশু জাহিদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর ভ্যান ফেলে রেখে চালক পালিয়ে যায়।
নন্দীগ্রামের কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ভ্যানটি জব্দ করেছে।
এআইআর/ডিএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
BD24Live.com © ২০২১ | নিবন্ধন নং- ২২ - Developed by | EMPERORSOFT
পাঠকের মন্তব্য: