বাসের চাকায় পিষ্ট হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মুত্যু

ছবি: প্রতীকী
সাজিদা ফেরদাউস, খুলনা থেকে: খুলনায় মোটর সাইকেলের পেছন থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(০৩ অক্টোবর) সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী আনিকা কুমকুম নিশা (২২) নগরীর গগণ বাবু রোডের মোল্লা আবু জাফরের মেয়ে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, নিশা তার বন্ধুর মোটর সাইকেলের পেছনের সিটে বসে ছিলো। মোটর সাইকেল থেকে স্লিপ করে পরে গেলে পাশেই থাকা বাসের চাকা তার মাথার উপরে উঠে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিশার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এএস/ডিএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: