বিনামুল্যে করোনার ভ্যাকসিন দেবে সরকার
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ৩০ নভেম্বর ২০২০

ফাইল ছবি
বিনামুল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার সিন্ধান্ত নিয়েছে সরকার। প্রথম দফায় আসবে ৩ কোটি ডোজ। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব। আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ‘দেশে করোনার ভ্যাকসিন এলে সবাইকে তা বিনামূল্যে দেওয়া হবে।’ভ্যাকসিনের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘৩ কোটি ডোজ ভ্যাকসিন আনার চুক্তি করা হয়েছে।’ ঢাকা ও ঢাকার বাইরে করোনা প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক করে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এআইআ/এইচি
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
BD24Live.com © ২০২১ | নিবন্ধন নং- ২২ - Developed by | EMPERORSOFT
পাঠকের মন্তব্য: