মধ্যরাতে মিরপুরে ভয়াবহ আগুন

ফাইল ফটো
গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা ঘটছে। এরই মধ্যে রাজধানীর মিরপুরের কালশী বাস স্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদের সি ব্লকে একটি বস্তিতে আগুন লাগার খবর পাওয়া গেছে। মঙ্গলবার মধ্যরাত রাত ২টা ১০ মিনিটে মিরপুরের কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন বাউনিয়া বাধের সি ব্লকের ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সুত্রপাত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বাংলাদেশ সময় বিকাল সোয়া চারটার দিকে মোহাম্মদপুরে আগুন লাগে ও বিকাল পাঁচটার দিকে অগ্নিনির্বাপক বিভাগের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে৷ পরিস্থিতি সম্বন্ধে অবগত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ রাসেল শিকদার৷
এআইআ/এইচি
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: