মার্কিন প্রেসিডেন্টের টুইটার-ফেসবুক অ্যাকাউন্ট যাচ্ছে বাইডেনের হাতে

জো বাইডেনের অভিষেকের দিন অর্থাৎ ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট তার হাতে তুলে দেয়া হবে বলে টুইটার ও ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে। শুধু প্রেসিডেন্টের অ্যাকাউন্ট নয়, ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসসহ একাধিক টুইটার অ্যাকাউন্ট নবনির্বাচিত নির্দিষ্ট ব্যক্তিদের হাতেই তুলে দেয়া হবে বলে জানিয়েছে টুইটার।
সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০ নভেম্বর টুইটারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করেন। এছাড়া হোয়াইট হাউসের প্রায় এক ডজনের বেশি কর্মকর্তা তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করছেন।
টুইটারের মুখপাত্র নিক প্যাসিলিও বিবৃতিতে বলেন, আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের শপথ নেয়ার দিন প্রেসিডেন্টের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টটি জো বাইডেনের কাছে তুলে দেয়া হবে। এছাড়া একইদিনে ভাইস প্রেসিডেন্টসহ হোয়াইট হাউসের কর্মকর্তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টও বাইডেন প্রশাসনের কাছে দেয়া হবে। ২০১৭ সালে ক্ষমতা হস্তান্তরের সময় যেভাবে এই অ্যাকাউন্ট হস্তান্তর করা হয়েছিল, এবারও সেভাবেই করা হবে। ন্যাশনাল আর্কাইভ অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে পরামর্শ করেই এই প্রক্রিয়া চালানো হবে।
এদিকে ২১ নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষ রয়টার্সকে জানিয়েছে, ২০১৭ সালের ২০ জানুয়ারি বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ক্ষমতা হস্তান্তরের সময় আমরা প্রেসিডেন্টের অফিশিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ট্রাম্পের কাছে হস্তান্তর করেছি। আমরা আশা করছি, এবারও এই প্রক্রিয়ার ব্যতিক্রম ঘটবে না।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
- গ্যাসের সমস্যা দূর করে পেঁপে
- চুল পড়া রোধে করণীয়
- নিয়মিত খেজুর খেলে যত উপকার
- দাঁতের হলদে ভাব দূর করার উপায়
- খাদ্যাভ্যাসে চিনির পরিমাণে কমতে পারে শুক্রাণুর মান
- সুস্থ থাকতে যেসব সবজি খাবেন
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সবিচালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
পাঠকের মন্তব্য: