সরিষাবাড়ীতে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে এক অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা বাজারের পশ্চিমে শাহীন আলম এর মুরগী ফার্মের পার্শ্বে খালে’র পানিতে থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে এলাকার লোকজন খালে’র পানিতে ভাসমান লাশ দেখতে পায়। পরে সাতপোয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু তাহের সরিষাবাড়ী থানা পুলিশ কে খবর দিলে সরিষাবাড়ী থানার এস আই আশরাফুল আলম লাশ সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করীম জানান, অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট প্রাপ্তি স্বাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
কেএ/ডিএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: