‘খালেদা জিয়াকে পছন্দ অনুযায়ী খাবার দেওয়া হচ্ছে’

প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৩:৪১ পিএম

দুর্নীতি মামলার দায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার পছন্দ অনুযায়ী ইফতার ও অন্যান্য খাবার খেতে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক। তিনি  বলেন, ‘জেল কোড অনুযায়ী খালেদা জিয়াকে খাবার দেওয়া হচ্ছে সেটি বলা ঠিক হবে না। কারণ এখানে তার পছন্দ অনুযায়ী খাবার দেওয়া হচ্ছে।’

বুধবার (২৯ মে) রাতে একাত্তর টেলিভিশনের এক অনুষ্ঠানে খালেদা জিয়াকে ৩০ টাকার ইফতার দেওয়া হচ্ছে কিনা এ বিষয়ে এক আলোচনা প্রসঙ্গে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এখানে খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী সব খাবার তৈরি করে দেওয়া হচ্ছে। ইফতারের ক্ষেত্রে তার বাসা থেকে পছন্দমতো ফলমূল দিয়ে যায়। এছাড়া ছোলা ও অন্য আইটেমগুলো এখানে তৈরি করে দেওয়া হয়।’

খালেদা জিয়া হাসপাতাল থেকে সরবরাহ করা কোনও খাবার খান না। ইফতার কোনও রোগীকেই হাসপাতাল সরবরাহ করে না। এজন্য কোনও বাজেটও বরাদ্দ নেই। তাহলে ৩০ টাকার ইফতারের কথাটি আসলো কীভাবে? একাত্তর টেলিভিশনের অনুষ্ঠানের সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘এটি তো আমরা পত্রিকাতেই দেখলাম।’

পত্রিকায় দেখে যাচাই না করেই একটা বড় রাজনৈতিক দল হয়ে আপনারাও ৩০ টাকার ইফতার করলেন? ওই অনুষ্ঠানের আলোচক সাংবাদিক রাশেদ আহমেদ এ প্রশ্ন করেন। জবাবে মাহবুব উদ্দিন খোকন পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনি কি মনে করেন তাকে প্রতিদিন দুই হাজার টাকার ইফতার দেওয়া হয়? আপনারা কীভাবে বলেন, তাকে ৩০ টাকার বেশি ইফতার দেওয়া হয়। জেল কোড অনুযায়ীই তাকে খাবার দেওয়া হচ্ছে।

বিডি২৪লাইভ/এসএএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: