আসন্ন ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া

প্রকাশিত: ০১ জুন ২০১৯, ০৬:১০ পিএম

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের দিন নিয়ে এবার ব্যতিক্রমি হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়া অধিদফতর। সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ সারাদেশের মানুষ তীব্র গরমের যে যন্ত্রণা ভোগ করেছেন আগামী ঈদুল ফিতরে তার ব্যতিক্রম হতে পারে বলে। 

শনিবার (১ জুন) সকালে আবহাওয়া অধিদফতর থেকে এমন আভাসের কথা জানান আবহাওয়াবিদ আবদুর রহমান।

তিনি বলেন, ‘এই মাসে বেশ গরম চলছে। মানুষ গরমে কষ্ট করেছেন। তবে ঈদের সময়টাতে কিন্তু বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই গরমের তীব্রতা কমে আসবে।’

তিনি আরও বলেন, দিনের কোনো কোনো সময় মানুষের হয়তো ঘর থেকে বেরুতে একটু অসুবিধা হবে কিন্তু আবহাওয়া ঠান্ডা ঠান্ডা থাকবে। ফলে ঈদের আবহাওয়াটা ভাল যাবে বলেই মনে হচ্ছে’, যোগ করেন আবদুর রহমান।

আবহাওয়া কার্যালয়ের এই কর্মকর্তা আরো বলেন, পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টিটা উপকূলীয় অঞ্চলের দিকে একটু বেশি হবে। চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী, খুলনা এসব অঞ্চলে বেশ ভাল বৃষ্টি হবে। ঢাকা ও আশপাশের জেলা শহরেও বৃষ্টি হবে; তবে তুলনামূলক কম বৃষ্টি হবে। ঈদের সময় রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা আছে।

উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরেই ঢাকায় মানুষ গরমে কষ্ট করছে। এর মধ্যে আজ সকালের বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। তবে বৃষ্টির কারণে ভোগান্তির মধ্যে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। বাসা-বাড়ি থেকে বের হয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে অনেককে বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন আর নৌ টার্মিনালে পৌঁছাতে হয়েছে।

আবহাওয়া কার্যালয় থেকে জানানো হয়েছে, আজ সকালে রাজধানীতে ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

বিডি২৪লাইভ/এসএএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: