রয়েছে সরকারি বরাদ্দ, তবুও নেয়া হচ্ছে টাকা!

প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ০৪:৫৮ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীর জন্য সরকার কর্তৃক নির্ধারিত প্রতি ব্যাগ রক্তের ক্রস ম্যাচিং এর জন্য নির্ধারিত যে ফি রয়েছে তার চেয়ে একশত টাকা অতিরিক্ত নেয়া হয়। নির্ধারিত যে ফি রয়েছে তার মানি রিসিট দিলেও অতিরিক্ত যে টাকা নেয়া হয় তার কোন রিসিট দেয়া হয় না। শনিবার (১৫ জুন) ঢাকা মেডিলকলেজ হাসপাতাল ঘুরে এমন চিত্র দেখা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে গিয়ে দেখা গেছে, ঝুলানো চার্টে রয়েছে। সেই চার্টে ভর্তি রোগীর জন্য সরকার নির্ধারিত প্রতি ব্যাগ রক্তের জন্য ক্রস ম্যাচিং এর নির্ধারিত যে ফি রয়েছে তার চেয়ে একশত টাকা বেশি নেয়া হচ্ছে। বলা হয় ব্যাগের মূল্য হিসেবে এই টাকা নেয়া হয়। রোগীদের অভিযোগ আগে ব্যাগের জন্য কোন মূল্য নেয়া হতো না। কিন্তু এখন ব্যাগের মূল্য নেয়া হলেও এর কোন রিসিট দেয়া হয় না। এই টাকা তাদের পকেটেই ঢোকে। আব্দুর রাজ্জাক নামে একজন বলেন, সরকার নির্ধারিত যে চার্ট লাগানো রয়েছে তা থেকে এটা অতিরিক্ত নেয়া হচ্ছে। আগে এটা নেয়া হত না। কিন্তু এখন নেয়া হচ্ছে, দেয়া হয় না কোন রিসিট। এ বিষয়ে জানতে চাইলে ব্লাড ব্যাংকে ডিউটিরত ডা. সাবিনা ইয়াসমিন বলেন, সারা বাংলাদেশে সরকার থেকে যে ব্যাগ দেয়া হয়। সবচেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বেশি বরাদ্দ দেয়া হয়। সরকার বরাদ্দকৃত ব্যাগ যখন শেষ হয়ে যায়, তখন আমাদের ব্যাগ কিনে আনতে হয়, এজন্য আমাদের টাকা নিতে হয়। সরকারের বরাদ্দকৃত ব্যাগ মাসে কত পিচ বা দৈনিক কত পিচ দেয়া হয়, আর তা দিয়ে কত ঘণ্টা চলে জানতে চাইলে তিনি কিছুই বলতে পারেন নি। তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত বিভাগীয় প্রধান বলতে পারবে। বিভাগীয় প্রধান চারটা পর্যন্ত থাকে তার কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন। কিন্তু এই প্রতিবেদক চারটার পূর্বে গিয়েও তাকে পায় নি। তার সাথে যোগাযোগ করার জন্য নাম্বার চাওয়া হলেও তিনি নাম্বার দেন নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: