গরু চোর সন্দেহে ৪ যুবককে গণধোলাই

প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০২:৩৩ এএম
মো: মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) থেকে: গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে ৪ যুবককে গণধোলাই দেওয়া হয়েছে। উপজেলার মৌচাক লোহাকৈড় মাজার রোড এলাকায় রোববার (৩০ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে। আটকৃত ব্যক্তিরা হলো- টাংঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছয়আনী বকশী এলাকার আব্দুর রশিদ মিয়ার পুত্র সোহেল (৩৭), সিরাজঞ্জের বেলকুচি থানার ফুলগাছিয়া এলাকার গফুর শেখের ছেলে ওবায়দুল (৩৫), টাঙ্গাইলের কালিহাতি থানার ডোগাতি এলাকার কবুত আলীর ছেলে সাইদুল ইসলাম (৩০) ও টাঙ্গাইল সদরের পাড় দিঘুলীয়া এলাকার কাদের প্রামানিকের ছেলে মোশারফ (৩০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সংঘবদ্ধ চোরেরা দূরে কোথাও যাবে বলে কয়েক দিন আগে উপজেলার কামরাঙ্গা চালা এলাকার শহিদুল ইসলামের ট্রাক ভাড়া করে। সংঘবদ্ধ চোরেরা রোববার রাতে ট্রাক চালক শহিদুলকে টেলিফোনে জানায় তুমি ট্রাক নিয়ে আস আমরা আজকে রাতেই ট্রাক নিয়ে এক জায়গায় যাব। চোরদের কথা মতো শহিদুল ট্রাক নিয়ে চোরদের কাছে যায়। এ সময় চোরেরা ট্রাকে উঠে অজানা গন্তব্যে রওয়ানা হয়। এক পর্যায়ে ট্রাকের যাত্রীদের বিভিন্ন কথাবার্তায় ট্রাক চালক শহিদুলের সন্দেহ হয় যে তারা কোথাও গরু চুরি করতে যাবে। ট্রাক চালক শহিদুল কৌশলে লোহাকৈড় মাজার রোড এলাকায় ট্রাক থামিয়ে স্থানীয়দেরকে বিষয়টি জানালে স্থানীয় জনতা তাদের আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মৌচাকা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রনী কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: