‘খালেদা জিয়ার গাড়িবহরে যদি হামলা হয় অবশ্যই বিচার হবে’

প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ০৬:২৫ এএম
সাবেক প্রধানমন্ত্রী ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হলে তার বিচার হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টক শো অনুষ্ঠানে অংশ নিয়ে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, অপরাধীদের বিচার হবেই। আদালতে যে কোন অপরাধের বিচার হবে। খালেদা জিয়ার গাড়িবহরে যদি হামলা হয় অবশ্যই বিচার হবে। আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, শুধু খালেদা জিয়া কেন, আমার উপর হামলা হলেও অবশ্যই বিচার হবে। বাংলাদেশের যেকোনো নাগরিক যেন বিচার পেতে পারে সে ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, আজকে বিচার বিভাগ স্বাধীন হয়েছে। বিচার বিভাগ স্বাধীন হলে রাতারাতি তো সুফল পাওয়া যায় না। আমরা ১৯৭২ সালের সংবিধান করেছিলাম কেন? পরের দিনই এটার সুফল পাওয়ার জন্য? আমরা এটা তৈরী করেছিলাম, বাংলাদেশ আগামী দিনে কিভাবে পরিচালিত হবে; সে রূপরেখাটি দেওয়া হয়েছে সেখানে। তিনি আরও বলেন, আমাদের গণতন্ত্রের ধারাবাহিকতা তৈরি হয়েছে এবং এটা চলবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে উঠে এসেছি আমরা। সব অপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: