ভবন ধস, নিহত ১২

প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯, ১১:৫৩ পিএম
‘কাসারবাগ’ ভবন ভেঙে পড়ে ১২জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার (১৬ জুলাই) এ ঘটনা ঘটে মুম্বাইয়ের ডংরির একটি ছোট গলিতে। স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ডংরির ট্যান্ডেল স্ট্রিটে ভেঙে পড়ে চারতলা ওই ভবন। ভবনের নিচে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন আটকা পড়েছেন আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায় এবং উদ্ধার কাজ শুরু করে। স্থানীয় প্রশাসন জানিয়েছেন, যে ভবনটিতে দুর্ঘটনা ঘটেছে সেটি বেশ সরু গলির ভেতরে। এজন্য উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খেতে হচ্ছে। ভবনের মধ্যে আটকে পড়াদের জীবিতদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। গত কয়েক সপ্তাহের বৃষ্টির কারণে মাটি নরম হয়ে ভবনটি দেবে গেছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে উদ্ধার লোকেদের জন্য ইমামওয়ার্ডা মুনিসিপাল সেকেন্ডারি গার্লস স্কুলে এক আবাসনের ব্যবস্থা করেছে। স্থানীয় আমিন পাটেল বলেন, উদ্ধারকর্মীদের একটি দল যারা এখনও নিচে চাপা পড়ে আছে তাদের উদ্ধারের চেষ্টা চলছে। আমরা ধারণা করছি এখনও ১০-১২ জন ভবনের নিচে আছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: