বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু চোরাকারবারি আহত

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৯, ১০:৫৮ পিএম
পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউ পি এর সিংরোড রতনিবাড়ি সিমান্তে গরু ব্যাবসায়ী গরু চোরাচালান এর সময় পশ্চিম জয়দরভাংগা সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ৬টা ৪০ মিনিটে জসিমকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে বলে জানান হাসপাতাল কতৃপক্ষ। অবস্থা আশংকাজনক হলে আহত জসিমকে রংপুর মেডিকেল এ স্থানান্তর করা হয়। আহত জসিম এর বাড়ি রতনিবাড়ি প্রধানপাড়া গ্রামে। এদিকে ৫৬ বিজিবি ব্যাটালিয়ান এর উপ অধিনায়ক মিজানুর রহমান জানান, আমরা এখনো ঠিক জানি না ঐ সীমান্তে কি হয়েছিল তবে আমরা সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ রাবার বুলেট ছুড়লে কয়েকজন আহত হয়। তারা আমাদের তালিকাভুক্ত চিহ্নিত চোরাকারবারী তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি। সেই সাথে ঠিক কি হয়েছিল তা জানার জন্য বিএসএফকেউ পতাকা বৈঠক এর জন্য চিঠি দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, আহত জসিম কয়েক বছর হতে গরু ব্যবসার সাথে জড়িত।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: