কাশ্মীরিদের অধিকার হরণ করছে মোদি সরকার: রাহুল গান্ধী

প্রকাশিত: ১২ আগষ্ট ২০১৯, ০১:০০ এএম
মোদি সরকার কাশ্মীরিদের অধিকার হরণ করছে বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, উন্নয়নের নামে কাশ্মীরে সহিংসতা আরও উসকে দিচ্ছে নরেন্দ্র মোদি সরকার। শনিবার (১০ আগস্ট) দিনব্যাপী ভারতীয় কংগ্রেসের ওয়াকিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির পদত্যাগী সভাপতি রাহুল গান্ধীকে আবারও দায়িত্ব নেয়ার আহ্বান জানান সিনিয়র নেতারা। তবে কোনোভাবেই আর দায়িত্ব নিতে রাজি হননি রাহুল। তাই দলীয় নেতাদের অনুরোধে অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব নেন রাহুলের মা সোনিয়া গান্ধী। লোকসভা নির্বাচনে ভরাডুবির দায় মাথায় নিয়ে গত মে মাসে কংগ্রেস সভাপতির পদ থেকে সরে দাঁড়ান রাহুল। এরপর থেকে শুন্যই ছিল দলের শীর্ষ পদটি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: