নির্দিষ্ট সময়ের আগেই স্কুল ছুটি

প্রকাশিত: ২২ আগষ্ট ২০১৯, ০৪:২৪ এএম
নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বোড়াগাড়ী দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্দিষ্ট সময়ের দুই ঘন্টা আগেই ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর পৌনে দুই টার দিকে কোন কারণ ছাড়াই বিদ্যালয়টি ছুটি ঘোষনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভিন। এতে অভিভাবকসহ ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও স্থানীয় সংবাদকর্মী আলমগীর হোসেন ও রতন রায় বলেন, বুধবার দুপুর পৌনে দুইটার দিকে বোড়াগাড়ী দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল পোষাক পড়ে বই নিয়ে রাস্তায় দুষ্টামি করলে এ সময় স্কুলের বাইরে কেন তাদের কাছে জানতে চাইলে, শিক্ষার্থীরা বলে স্কুল ছুটি হয়েছে। আমরা বাড়ি ফিরছি। এ বিষয়ে বিদ্যালয়েতে গিয়ে সোয়া দুই ঘন্টা আগে বিদ্যালয় ছুটি কেন দেওয়া হয়েছে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভিন জানান, বিদ্যালয়ের কিছু কাজ আছে তাই ছুটি দিয়েছি। বিদ্যালয়ের জানালার সামান্য মেরামতের কাজের জন্য আগে ছুটি দিয়েছি। বিকাল চার টার পরে মেরামত করা যেত কিনা প্রশ্ন করলে তিনি কোর উত্তর না দিয়ে চুপ করে থাকেন। প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল শাহজাদা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দিষ্ট সময়ের আগে ছুটি না দিতে বারবার নিষেধ করা হলেও তারা ওই কাজটি করেই যাচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন বলেন, কোন নিয়ম না মেনে প্রধান শিক্ষক নিজের খেয়ালখুশি মতো ছুটি দিয়েছে। এবিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: