নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০১৯, ০৯:১৭ পিএম
চুয়াডাঙ্গায় ডেঙ্গু রোগী কমতে শুরু করলেও নতুন করে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। জেলার জীবন নগর উপজেলার আন্দুল বাড়িয়া গ্রামের তাহাজ্জেল হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৫) নামের ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মোট ৯১ জন এবং আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তবে আক্রান্ত ব্যক্তিরা প্রত্যেকে ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আসে এবং চুয়াডাঙ্গায় পরীক্ষা-নিরীক্ষা করার পর তাদের শরীরে ডেঙ্গু ভাইরাস ধরা পড়ে। পরে তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। এদের সবাই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও বর্তমানে সদর হাসাতালে ভর্তি আছে ৩ জন পুরুষ রোগী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: