প্রধানমন্ত্রীর ছবিযুক্ত নোটের খবর সঠিক নয়

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৯ এএম
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রচারিত ১০০ টাকা মূল্যমানের নতুন মুদ্রিত নোটের যে ছবি পাওয়া যাচ্ছে তাকে সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নোটের সম্মুখে বাম পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পেছনে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ছবি রয়েছে। ফেসবুকের কতিপয় আইডির মাধ্যমে এ তথ্য ছড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তি অনুসারে এ ধরনের ছবি সংবলিত কোনো প্রকার নোট মুদ্রণের উদ্যোগ গ্রহণ করা হয়নি। জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী এ ধরনের নোটের ছবি ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা না করার জন্য বাংলাদেশ ব্যাংক সকলকে অনুরোধ জানিয়েছে। এদিকে, বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশে যারা এ অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে এ বিষয়ে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: