ময়মনসিংহে আন্তর্জাতিক তারুণ্যের চলচিত্র উৎসব

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২১ এএম
‘লেটস সিনেমা’ শ্লোগান সিনেমা বাংলাদেশের উদ্যাগে লোকজ সংস্কৃতির তীর্থ ভূমি ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে তিনদিনব্যাপি আন্তর্জাতিক চলচিত্র উৎসব “গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদশ"। বহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এই চলচিত্র উৎসবের উদ্বাধন করেন দেশ বরেণ্য সাংস্কুতিক ব্যক্তিত্ব রামেদু মজুমদার। এ ছাড়াও বিভিন দেশের তরুন চলচিত্র নির্মাতাদের পাশাপাশি দেশ-বিদেশের বিশিষ্ট চলচিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় রামেদ্র মজুমদার বলন, এই উৎসবের মাধ্যমে তরুণ পরিচালকরা উৎসাহিত হবেন। তারা তাদের মেধা কাজে লাগিয়ে সমাজের কুসংস্কার দূর করতে ভালো মানের ছবি পরিচালনা করে সমাজে ভুমিকা রাখতে পারবে। তিনি আরো বলেন, তরুন পরিচালকদের উৎসাহিত করতে সরকারকও এগিয়ে আসতে হবে। উদ্বাধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চলচিত্র নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকী, এনামুল করিম নির্ঝর, নুরুল আলম আতিক, জাহিদুর রহমান অঞ্জন, চলচিত্র সমালোচক সাদিয়া খালিদ, ইরানি নির্মাতা মার্তজা ফার্মবাফ, ময়মনসিংহ জলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক অ্যাডভাকট মায়াজ্জম হাসন বাবুল প্রমুখ উপস্থিত ছিলন। এ উৎসবর আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জমা পড়ছিলে বিশ্বের ১০১ টি দেশের তরুণদের নির্মিত প্রায় ১৭০০ টি স্বল্পদর্ঘ্য চলচিত্র। যার মধ্যে থেকে ৩৫ টি দেশের নির্বাচিত ৭৪ টি চলচিত্র উৎসব প্রদর্শিত হব। আগামী ৭ সেপ্টেম্বর সমাপনী দিনে বিচারকদের রায়ে পুরস্কার প্রাপ্ত সেরা ৮টি চলচিত্রর নাম ঘোষণা করা হবে। দেশে-বিদেশের তরুণ ৫০জন নির্মাতাদের অংশগ্রহণে চলচিত্র নির্মাণ কর্মশালার অনুষ্ঠিত হবে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন নির্মাতা গোলাম রাব্বানী বিপ্লব, প্রসেন রহমান, জসীম আহমদ, কথা শিল্পী সাদাত হোসাইন প্রমুখ। উৎসবর 'আমন্ত্রিত চলচিত্র বিভাগ’ প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হবে তিনটি পুর্ণদৈর্ঘ্য চলচিত্র।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: