বিদ্যুৎপৃষ্ঠে বিএনপি নেতাসহ নিহত ২

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৭ এএম
ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎপৃষ্ঠে বিএনপি নেতা আব্দুল হাই (৬০) ও ঈশ্বরগঞ্জে শেয়াল মারার ফাঁদে বিদ্যুৎপৃষ্ঠে রিফাত (৮) নামে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আব্দুল হাই গৌরীপুর উপজেলার বোকাই নগর ইউনিয়নের নাহড়া গ্রামের মৃত জহুল আলীর ছেলে। তিনি বোকাইনগর ইউনিয়নের বিএনপির সহসভাপতি ছিলেন। রিফাত ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের খানপুর গ্রামের রিপন মিয়ার ছেলে। বৃস্পতিবার (৫ সেপ্টেম্বর) গৌরীপুরে দুপুরে উপজেলার বোকাই নগর ইউনিয়নের নাহড়া গ্রামে বিদ্যুৎপৃষ্ঠে আব্দুল হাই'র মৃত্যু হয়। ওই দিন সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের খানপুর গ্রামে বিদ্যুৎপৃষ্ঠে রিফাতের মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, আব্দুল হাই বাড়ির পাশে নিজ পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি নিষ্কাশনের কাজ করছিলেন। এ সময়ে মোটরে ত্রুটি দেখা দিলে তিনি সেটি মেরামত করতে গিয়ে বিদ্যুতের একটি তারে তার হাত স্পর্শ হয়। এতে ঘটনা স্থলেই তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম মিয়া বিদ্যুৎপৃষ্ঠে বিএনপি নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে ঈশ্বরগঞ্জে সরিষাবাড়ি ইউনিয়নের খানপুর গ্রামে রিপন মিয়া বাড়ির পাশেই দীর্ঘদিন ধরে মুরগির খামার দিয়ে ব্যবসা করে আসছেন। সম্প্রতি রাতের বেলা কিছু শেয়াল খামারের বেশ কিছু মুরগি খেয়ে ফেলায় ব্যাপক ক্ষতি হচ্ছিল তার। এ অবস্থায় গত এক মাস ধরে খামারের চারপাশে জিআই তারের বেড়া দিয়ে সেই তারের সাথে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন তিনি। বৃহস্পতিবার সকালে খামারের মালিক রিপন মিয়া শিশু পুত্র রিফাত সকলের অগোচরে ঘুম থেকে উঠেই খামারের ভিতরে যাওয়ার চেষ্টা করে। এ সময় বৈদ্যুতিক সংযোগ দেওয়া জিআই তারের জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোতালেব হোসেন চৌধুরী জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: