সংসদ অধিবেশন বসছে রবিবার

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৩ এএম
একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামীকাল রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানে ৬০ দিনের বাধ্যবাধকতা থাকায় এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন সমাপ্তির ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা থাকলেও এ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ের ওপর আলোচনা হতে পারে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: