ইসি ভবনে আগুন

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৩ এএম
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সোয়া ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১টা ৬ মিনিটের দিকে নির্বাচন কমিশন ভবনের নিচতলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পাঠানো হয়। পরে আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটির নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের বেগ খুব একটা বেশি নয়। তবে যেহেতু গুরুত্বপূর্ণ ভবন সেজন্য সাতটি ইউনিট পাঠানো হয়েছে। আরও একটি ইউনিট স্ট্যান্ডবাই রয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই আবার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: