রাজশাহীতেডেঙ্গুজ্বরে নারীর মৃত্যু

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৫ এএম
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শাপলা খাতুন নামে এক নারী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। শাপলা খাতুন রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার হাসিবুল ইসলামের স্ত্রী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাপলা খাতুন। কিন্তু ধীরে ধীরে তার কিডনী বিকল হয়ে পড়ে। এতে তিনি মারা যান। এদিকে, গত ২৪ ঘণ্টায় আরো ৪ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এ হাসপাতালে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন ডেঙ্গু রোগী। এর আগে, গত ১২ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার আব্দুল মালেক (১৯) মারা যান এ হাসপাতালে। ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। বাড়ি এসে তিনি রামেকে ভর্তি হন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: