এবার ১০ উপজেলায় ব্যবহার হবে ইভিএম

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৮ পিএম
আসন্ন উপজেলা নির্বাচনে ১০ উপজেলা ও ৬টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। ইসি কর্মকর্তারা জানান, এসব উপজেলায় মানোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২২ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ১৪ অক্টোবর। যেসব উপজেলায় ইভিএম ব্যবহার সেগুলো হচ্ছে- শেরপুর সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ, ঝিনাইদহের কোটচাদপুর ও চট্টগ্রামের সাতকানিয়া, নারায়ণগঞ্জ রূপগঞ্জ, সিরাজগঞ্জের সাহজাদপুর, নরসিংদীর মনোহদী,কুমিল্লার মেঘনা,মৌলভীবাজার সদর ও বগুড়া গাবতলি। যেসব ইউপিতে ইভিএমে ভোট হবে-রূপগঞ্জ, নরিনা, দৌলতপুর বড়কান্দা, আমতৈল, রামশ্বরপুর।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: