ফেসবুক প্রেমে সর্বস্ব হারাল সেই পুলিশ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫১ এএম
প্রেমে কে না পড়ে! প্রেমের টান এমনই অমোঘ যে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিও তা এড়াতে পারেন না। তবে আজ কোন সম্রাট নয়, শোনাব প্রেমের ফাঁদে পড়ে প্রতারিত হওয়া এক পুলিশ সদস্যের গল্প। ইনি বিবাহিত হয়েও ফেসবুকে আরেক নারীর প্রতি দিওয়ানা হয়ে খুইয়েছেন সর্বস্ব। জানা গেছে, শনিবার(২১ সেপ্টেম্বর) পুলিশ হেড কোয়াটারে কর্মরত মিজানুর রহমান তার নিজ ফেসবুক আইডি থেকে সাদিয়া নামের আইডির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। মন দেয়া নেয়ার এক পর্যায়ে মিজানুর রহমানের সঙ্গে সঙ্গে দেখা করার আগ্রহ পোষণ করে ফেসবুক ফ্রেন্ড সাদিয়া। এরপর সাদিয়া প্রথমে টঙ্গী স্টেশন রোডে আসার পর একটি ফোন নাম্বার দিয়ে মিরের বাজার এলাকায় এসে একটি ফোন নাম্বার দিয়ে মিজানুর রহমানকে যোগাযোগ করতে বলে। পরে পুলিশ সদস্য মিরের বাজার পৌঁছানোর পর তাকে একজন ব্যক্তি এসে পূবাইলের সমরসিং হাকির পুরান বাড়িতে নিয়ে তিন থেকে চারজন লোক গাছের সঙ্গে হাত-পা বেঁধে ফেলে এবং ধারালো চাকু বের করে ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয় এবং আরও ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে পুলিশ সদস্যের স্ত্রীকে ফোন করে মুক্তিপণ বাবদ ১ লাখ টাকা দাবি করে। পুলিশ সদস্যের স্ত্রী বিকাশে ১১ হাজার পাঁচশত টাকা পাঠিয়ে দেয়। ওই অপহরণকারী চক্রের সদস্যরা ছেড়ে দিলে মিজানুর রহমান পূবাইল থানা পুলিশকে অবগত করে এবং সহযোগিতা চায়। পুলিশ অভিযান চালিয়ে অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করে। আটককৃত ব্যক্তিরা হল পূবাইল থানা এলাকার বসুগাঁও গ্রামের সাইফুল ও শাহিন। এই অপহরনকারী চক্র দীর্ঘদিন যাবত ফেসবুকে মেয়ে সেজে অপহরণ করে মুক্তিপণ দাবি করে প্রতারণা করে আসছিল। এ ব্যাপারে পুলিশ সদস্য মিজানুর রহমান বাদী হয়ে পূবাইল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। আটককৃত আসামিদের গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: