‘রিমান্ডে মি ন্নির মাথায় পিস্তল ধরেছে পুলিশ’

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৫ পিএম
বরগুনার আলোচিত রি ফাত শ রীফ হ ত্যা মামলার আসামি আয়শা সিদ্দিকা মি ন্নিকে থানায় রিমান্ডের নামে মির্যাতন করা হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন মি ন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। রিমান্ডের নামে মি ন্নির মাথায় পি স্তল ধরা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, এরপর থেকেই বি ষন্নতায় ভুগছে মি ন্নি। তাই মি ন্নির চিকিৎসার জন্যই ঢাকায় এসেছে তারা। মি ন্নির আইনজীবী জেড আই খান পা ন্নার সাথে আজ সাক্ষাৎ করেছেন তিনি। সুপ্রিম কোর্ট বারে আইনজীবী পান্নার চেম্বারে সাক্ষাতের সময় মি ন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরও উপস্থিত ছিলেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মি ন্নির বাবা বলেন, ‘আমাদের ঢাকায় আসার উদ্দেশ্যে - সিনিয়র আইনজীবী জেড আই খান পা ন্না স্যা রের সাথে দেখা করা এবং তার কাছ পরামর্শ নেয়া’। এছাড়া তিনি আরও বলেন, রিমাণ্ডের নামে মি ন্নিকে নির্যাতন করা হয়েছে, সেই ভয়বহতা এখনও ওর হাঁটুতে ব্যথা, ওকে জয়েন্টে জয়েন্টে পেটানো হয়েছে। এ কারণে আমরা চিকিৎসকের পরামর্শ নিবো’। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনজীবী পান্না বলেন, ‘ এই মামলার চার্জশীট আগাগোড়াই একটি একটা মনগড়া উপন্যাস। মূলত মূল আসামিদের এ মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য এ ধরনের ব্যবস্থা করা হয়েছে। নতুন কিছু নয়, জজ মিয়া ও জাহালমের আরেকটা সংস্করণ।’ তবে আদালতে মি ন্নির দেয়া জবানবন্দি (১৬৪ ধারার জবানবন্দি) প্রসঙ্গে তিনি বলেন, ‘সেটাও একটা উপন্যাস। সুপ্রিম কোর্ট বারের সভাপতি কোর্টকে বলেছেন-এতো সুন্দর করে লেখা যা চিন্তার বাইরে। সুস্থ মাথায় এতো সুন্দরভাবে লেখতে পারে না!’ তাহলে সেই জবানবন্দি প্রত্যাহারের আবেদন করা হয়েছে কি না জানতে চাইলে সুপ্রিম কোর্টে সিনিয়র এ আইনজীবী বলেন, ‘আগেই করা হয়েছে। মি ন্নি নিজে জেলখানা থেকে তা করেছে।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: