আন্দোলনের ৬ষ্ঠ দিন, ক্যাম্পাসে র‍্যাব ও পুলিশ মোতায়েন

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৯ এএম
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেমে থেমে চলছে শিক্ষার্থীদের ভিসি বিরোধী মিছিল ও সমাবেশ। ‘এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি,’ স্লোগানে স্লোগানে উত্তাল হচ্ছে গোটা ক্যাম্পাস। অন্যদিকে প্রশাসনিক ভবনের সামনে ৬ষ্ঠ দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন  শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। র‌্যাব-সদস্যদেরকেও টহলরত অবস্থায় দেখা গেছে। শিক্ষার্থীরা সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেছে, তাদের আন্দোলন বানচালের বিভিন্ন চেষ্টা চলছে। নানা ষড়যন্ত্র চলছে। কেউ যেন ফাঁদে পা না দেয়। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে পাহারা বসিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়াও তারা মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করবে জানিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছে স্বীকার করে বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ নূরউদ্দিন আহমেদ জানান, গত শনিবার(২১ সেপ্টেম্বর) আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার ঘটনায় তিন-সদস্যবিশিষ্ট একটি তদন্ত-কমিটি করে পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ইতোমধ্যে বিভিন্ন স্থান থেকে এসে যোগ দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়েরই বেশকিছু সাবেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বড় অংশও রয়েছেন শিক্ষার্থীদের সঙ্গে। ইতোমধ্যে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দও শিক্ষার্থীদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী দেশে ফিরলেই সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন।    

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: