জঙ্গি আস্তানা সম্পর্কে যা বলল ওই এলাকার মানুষ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩০ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকায় একটি এক তলা টিনশেড বাড়ি থেকে বিপুল পরিমান বোমা উদ্ধারের পাশাপাশি সেগুলো নিস্ক্রিয় করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। যে বাড়িটিতে এই ঘটনা সেই বাড়ির মালিক বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জয়নাল আবেদিন। মূলত তার ছেলেরাই এই জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। এ বিষয়ে ঐ জঙ্গি আস্তানার পাশে থাকা ইদ্রিস মিয়া নামের এক ভদ্রলোক বিডি২৪লাইভে'র কাছে বলেন, 'এখানে যে কেয়ার টেকার ছিলো উনি গরু পালত। ওনাকে এ বছর বাড়ি থেকে বের করে দেয়। আর যারা ভাড়া থাকতো তাদেরও বের করে দেয়। এরপর আমরা আর এই বাড়িতে যাই না। মানুষ কত খারাপ তা আজ নিজের চোখে দেখলাম বলে বিশ্বাস করছি। আর না হয় বিশ্বাসই হতো না।' জোবায়ের নামের আরেকজন বলেন, 'কিছু দিন আগে আমি এই বাড়িতে গিয়েছিলাম কেয়ার টেকারকে খুঁজতে, কিন্তু যেয়ে দেখি একটি লোক নামাজ পরছে তখন বের হয়ে চলে আছি। পরে জানতে পারি কেয়ার টেকারকে অনেক আগেই বের করে দিয়েছে।' এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা হতে ওই বাড়িতে অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: