শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৪ পিএম
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মানদীতে নাব্যতা সংকটে বন্ধ আছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটের ফেরি চলাচল। পারাপারের অপেক্ষায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে সারি বেঁধেছে তিন শতাধিক গাড়ি। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-মহা ব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, নদীতে স্রোতের সাথে পলি এসে পদ্মার বিভিন্ন অংশে ডুবো চর দেখা দেয়। ফলে শনিবার ভোর ৫টা থেকে যানবাহন নিয়ে কয়েকটি ফেরি আটকে পড়ে এবং উদ্ধার কারী জাহাজের কয়েক ঘন্টা চেষ্টার পর সেগুলো উদ্ধার হয়। তবে আটটি ড্রেজারের মাধ্যমে খনন কাজ চলছে বলে জানান বাংলাদেশ ড্রেজার বিভাগের অতিরিক্ত প্রধান পরিচালক সাইদুর রহমান। বিআইডব্লিউটিএর কর্মকর্তা জানান, এখন সকল ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে লঞ্চ-সীবোট চলাচল করছে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: