২ গোলে পিছিয়ে পড়েও আলারিওর নৈপূণ্যে হারেনি আর্জেন্টিনা

প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯, ০২:৩০ পিএম
চোটে জর্জরিত জার্মানি। খেলতে পারেননি নিয়মিত খেলোয়াড়দের অনেকেই। এ জন্য ম্যাচের আগে হাতাশাও প্রকাশ করেছিলেন জার্মান কোচ। সেই জার্মানিই কিনা ম্যাচের ২২ মিনেটের মধ্যেই এগিয়ে গেল ২ গোলে। তবে তাতেও জয়টা পাওয়া হয়নি হিটলারের দেশের। আলারি ও ওকাম্পোসের গোলে শেষ পর্যন্ত ম্যাচটা ড্র করে মেসিবিহীন আর্জেন্টিনা। ম্যাচের ১৫ মিনিটের মাথায় ডিবক্সের মধ্যে আর্জেন্টাইন ডিফেন্ডারদের বোকা বানিয়ে স্বাগতিকদের জালে বল জড়ান তরুণ জার্মান জিনাব্রি। চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে টটেনহামের জালে একাই চার গোল দিয়েছিলেন এই জিনাব্রি। এরপর ম্যাচের ২২ মিনিটে আর্জেন্টিনার জালে বয়ল জড়ান আরেক তরুণ হাভার্টজ। শেষ পর্যন্ত এই ২ গোলের লিড নিয়েই বিরতিতে যায় জার্মানি। তবে দ্বিতীয়ার্ধে দেখা যায় অন্যরকম এক আর্জেন্টিনাকে। ম্যাচে ফিরতে মরিয়া আর্জেন্টিনা আলারিওর কল্যাণে গোলের দেখা পায় ম্যাচের ৬৬ মিনিটে। সতীর্থ খেলোয়াড় আকুনার বাড়ানো বল হেডে জালে জড়ান তিনি। এরপর ম্যাচের ৮৫ মিনিটে আলারিওর বাড়ানো বলে গোলে করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান ওকাম্পোস। এরপর আর কোন গোল না হলে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়েন দুদল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: