জাবির প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৯, ০৭:০৪ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অনলাইনে বিষয়ভিত্তিক পছন্দক্রম ফরম পূরণ পূর্বের নির্দেশনা অনুযায়ী চলবে। বুধবার (৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৭ নভেম্বরের চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে। পরবর্তীতে ভর্তি বিষয়ক নির্দেশনা জানানো হবে। এর আগে, গতকাল উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় অনির্দিষ্টকাল বিশ্ববিদ্যালয় ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। তবে প্রশাসনের এই নির্দেশ অমান্য করে এখনও ক্যাম্পাসে অবস্থান করছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: