মুন্সীগঞ্জে বিনা মূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্ধোধন

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯, ০৪:২২ এএম
মুন্সীগঞ্জে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়ন ও ব্যবস্থাপনায় বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ১০দিন ব্যাপি প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্ধোধন হয়। বিকালে শহরে মুক্তিযুদ্ধ সংসদ সংলগ্ন সড়কে এ উপলক্ষ্যে আলোচনাসভায় প্রধান অতিথির পল্লী উন্নয়ন ও সমাবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি ক্যাম্পের উদ্ধোধন ঘোষনা করেন। আলোচনা সভা যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে ও মুন্সীগঞ্জ পৌর মেয়র ফয়সলা বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিক ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি,জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, যমুনা ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, স্টিচিং ইন্টারপ্ল্যাস্ট(হল্যান্ড) এর টিম লিডার ড. চ্যান্ডালল ভ্যান ডার হর্স্ট। উল্লেখ্য্য, ১১ থেকে ২১ নভেম্বর নেদারল্যান্ডসের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বিনামূল্যে ঠোঁট কাটা, তালু কাটা ও পোড়া রোগীদের যমুনা ব্যাংকের অর্থায়নের বিনামূল্য প্লাস্টিক সার্জারি করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: