কোটি টাকার সেই শিল্পকর্ম খেয়ে ফেললেন দর্শনার্থী!

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ১১:৪৮ পিএম
চলছে শিল্প প্রদর্শনী। চারদিকে বইয়ের স্তুপের মধ্যে একটি কলা টেপ দিয়ে আটকানো রয়েছে দেয়ালে। প্রথমবার কলাটি দেখে বিভ্রান্ত হওয়াই স্বাভাবিক। আসলেই এটা একটি শিল্লপকর্ম। হ্যাঁ, এই ধরনের শিল্পকে বলা হয় এবস্ট্রাক্ট আর্ট। আসলে মানুষ বাস্তব জীবনে কী বিষয়কে মূল্য দেয় আর কী বিষয়কে মূল্যহীন মনে করে তা বোঝাতেই শিল্পী তৈরী করেছিলেন এই শিল্প, এমনকি প্রদর্শনীতে বিক্রিও হয়েছে এই টেপ আটকানো কলাটি। আর্ট গ্যালারিতে গিয়ে ডেভিড ডাটুনা নামের এক পারফরমেন্স আর্টিস্ট দেয়ালে স্কচ টেপ দিয়ে সাঁটা ওই কলাটি টেনে খুলে তা ছিলে খেয়ে ফেলেন। এরপর ইনস্টাগ্রামে ডাটুনা লিখেন, এটা আমার একটি পারফরমেন্স আর্ট। আমি মৌরিজিও কাটেলানের শিল্পকর্মের একজন ভক্ত। তার এই কাজটি আমার খুবই ভালো লেগেছে। খুবই সুস্বাদু। দেওয়ালের মধ্যে কলাটি রাখা হয়েছিল আর্ট বাসেল মিয়ামি বিচ নামের একটি আর্ট শো-তে। বিখ্যাত ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান পরিকল্পনা করেছিলেন এই আর্টের। নাম দিয়েছিলেন ‘কমেডিয়ান’। এই আর্টের জন্য ব্যবহৃত কলা মিয়ামির একটি মুদি দোকান থেকে কেনা হয়েছিল বলে জানা গেছে। কলার এই শিল্পকর্ম মিয়ামিতে বিক্রি হয়েছে এক লাখ ২০ হাজার ডলারে। যা আমাদের মুদ্রায় ১ কোটি টাকারও বেশি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: