ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ১১:৩৫ পিএম
ভারতে চলমান নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি নিপীড়নের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুরের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ। বুধবার(১৮ ডিসেম্বর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কলা ও মানবিকী অনুষদ, সমাজ বিজ্ঞান বিভাগ প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয় শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. শাকিলউজ্জামান বলেন, ডাকসুর ভিপি নুরুল হক নুর সহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করছি। এদেশ স্বাধীন হয়েছিল দেশের সকল অন্যায় অবিচার দূর করার জন্য। সে সময় দেশের মুক্তিযোদ্ধারা নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশকে মুক্ত করতে লড়াই করেছিল। কিন্তুু আমরা আজ স্বাধীনতার ৪৮ বছর পর দেখতে পাই মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে কতিপয় কিছু লোক দেশের স্বার্থ বিসর্জন দিয়ে, বিদেশী স্বার্থ কায়েক করার জন্য উঠে পড়ে লেগেছে। ভারতে বিতর্কিত আইন পাশের বিরুদ্ধে চলমান যৌক্তিক আন্দোলনের পক্ষে যখন বাংলার ছাত্র সমাজ কথা বলতে শুরু করেছে তখনি তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চের কিছু লোক মানববন্ধনে বর্বরোচিত হামলা চালিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই এদেশের মানুষ কোনো অন্যায় অবিচার মেনে নিবে না। তাই হামলার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার দাবি করছি। নয়তো ৭১ সালের মতো এদেশের ছাত্র সমাজ আবারো মাঠে নামবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: