জাবিতে তেত্রিশ ব্যাচের পঞ্চদশ পুর্নমিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২০, ০৯:০৬ পিএম
"ভালো আছিস, ভালো থাকিস, পঞ্চদশে তেত্রিশ" এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তেত্রিশ ব্যাচের পঞ্চদশ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ১২ টায় একটি র‌্যালির মধ্য দিয়ে পুর্নমিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। র‌্যালির উদ্বোধনকালে উপাচার্য বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বন্ধুত্ব ও ভালোবাসার বন্ধন অটুট থাকুক। এভাবে ভালোবাসার মালায় জড়িয়ে পরস্পর সুন্দর ও সমৃদ্ধ জীবনযাপন করুক এই কামনা করি। আমি এই ব্যাচের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, সহকারি প্রক্টর ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া, মহিবুর রৌফ শৈবাল উপস্থিত ছিলেন। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সামনে থেকে অমর একুশে, শহীদ মিনার, চৌরঙ্গী ও প্রান্তিক হয়ে টারজান পয়েন্টে গিয়ে শেষ হয়। র‌্যালির তেত্রিশ ব্যাচের প্রায় ৫ শতাধিক সাবেক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেয়। দিনব্যাপী এই অনুষ্ঠানের কর্মসূচিতে দুপুর ২ টায় মধ্যাহ্নভোজন, বিকাল ৫ টায় স্মৃতিচারণ, সাড়ে ৫ টায় প্রধান অতিথির বক্তব্যে, সন্ধ্যা ৬ টায় ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৭ টা থেকে আভাসের/শিরোনামহীনের কনর্সাট পরিবেশন করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: