ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে জাবি ছাত্রলীগের বিক্ষোভ-মানববন্ধন

প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২০, ০৯:৪৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাল শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানার নেতৃত্বে একটি মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধনের মধ্য দিয়ে শেষ হয়। মানববন্ধনে ঢাবির ওই ছাত্রীকে ও তার পরিবারকে সমবেদনা জানিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ‘আজকে স্বাধীনতার হওয়ার ৪৮ বছর পরেও আমাদের দেশের মা-বোনেরা নিরাপদ না। তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীর উপর যারা এ রকম নিষ্ঠুর নির্যাতন করেছে তারা আসলে মানুষ না। আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম আজও আছি। তাই আমরা সরকারকে বলতে চাই এ যৌন নিপীড়ন ও যারা এ ঘটনার সাথে জড়িত তাদের সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার হোক । এমনভাবে তাদের শাস্তি দেওয়া হোক দেশের আনাচে কানাচে যেন এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে।’ মানববন্ধনে বিভিন্ন হলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: