জাবির কামালউদ্দিন হলে জয় বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০, ০৫:২৩ পিএম
জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ. ফ. ম কামাল উদ্দিন হলে ‘জয় বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ ২০১৯ এর সিজন-৩ শুরু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হলটির শাখা ছাত্রলীগের আয়োজনে এই টুর্নামেন্ট শুরু হয়। ফানুশ উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাধ্যক্ষ ফিরোজ-উল-হাসান ও শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা। এসময় প্রাধ্যক্ষ ফিরোজ-উল-হাসান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। শরীর ভালো থাকলে মন আর মন ভালো থাকলে জীবনে নতুন উদ্যোমে সবকিছুই ভালো লাগে। খেলা হচ্ছে সেই ভালো থাকার খোরাক। হল শাখা ছাত্রলীগের এমন মহৎ উদ্বোগে সত্যি আমি গর্বিত। খেলা শিক্ষার্থীদের মন জগতে আনন্দ উদ্দীপনার খোরাক হিসাবে কাজ করবে বলে মনে করি। শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, খেলাধুলা মন ও মগজে স্বস্তি যোগায়। প্রতি বছর হলের আয়োজনে ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলাধুলা হলের আবাসিক শিক্ষার্থীদের উজ্জীবিত করে। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন হলের ওয়ার্ডেন ফখরুল ইসলাম ও শাখা ছাত্রলীগের সাবকে সভাপতি মাহমুদুর রহমান জনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: