রাশি বুঝে ভালোবাসা দিবসের উপহার

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫২ পিএম
ভালোবাসা দিবসে মনের মানুষটিকে কি ধরনের উপহার দিবেন, তা কি ঠিক করেছেন? নাকি হাতের কাছে যা পাবেন তাই এনে দিবেন। আচ্ছা, এবারের ভালোবাসা দিবসে আপনার উপহারটি যদি হয় একটু ব্যতিক্রম তাহলে কেমন হয়? ভালোবাসার মানুষটিকে এবারের ভালোবাসা দিবসে উপহার দিলেন তার রাশি বুঝে, নিশ্চয়ই আইডিয়াটি মন্দ নয়। প্রখ্যাত জ্যোতিষরাজ ও শেষ দর্শন আজমেরী জেমস হাউজ লিমিটেডের কর্ণধার লিটন দেওয়ান চিশতী বলেন, ভালোবাসার অনুভূতি এক অদ্ভুত অনুভূতি। খাঁটি ভালোবাসা প্রতিটি ব্যক্তিরই প্রত্যাশা। আমার ৩১ বছরের দীর্ঘ অভিজ্ঞতায় বলতে পারি, এবারের ভালোবাসা দিবস প্রজম্মের ভালোবাসা দিবসের পরিণত হবে। যেখানে মা-মাটি-দেশ সবই থাকবে, শুধু ব্যক্তিকেন্দ্রিক ভালোবাসা হবে না। তারপরও ভালোবাসা দিবসে আমার পক্ষ থেকে সবার জন্য থাকবে শুভ কামনা। রাশি বুঝে ভালোবাসার উপহার প্রসঙ্গে জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী জানান, মেষ রাশির জাতক-জাতিকারা সব থেকে ভালোবাসে বেড়াতে। তাই নতুন নতুন জায়গা তাদের ঘুরতেই পছন্দ। আর এই রাশির উপহার হতে পারে ঘড়ি, আইপড বা গান শোনার যে কোনো জিনিস। বৃষ রাশির মানুষের সবচেয়ে পছন্দ কেনাকাটা করা। তারা একটু দামি জিনিস উপহার পেলে খুশি হয়। তা হতে পারে গয়না অথবা জামা কাপড়। ফুলও পছন্দের তালিকায় রয়েছে বৃষ রাশির মানুষ। মিথুন রাশির পছন্দ গল্প করা। বেড়াতে নিয়ে গেলেও খুশি হবে। ফোন হতে পারে মনের মতো উপহার। কর্কট রাশির মানুষরা সংসারের প্রয়োজনীয় জিনিস উপহার দিলে খুব খুশি হয়। তবে পারফিউম বেশি পছন্দ। সিংহ রাশির মানুষরা নতুন নতুন জামা কাপড় পরতে পছন্দ করে। তাই তাদের পোশাক উপহার দেয়াই শ্রেয়। কন্যা রাশির মানুষরা ছবির ফ্রেম, বাঁধানো ছবি বা পারফিউম পেলে খুব খুশি হয়। তুলা রাশি ঘর সাজানোর জিনিস উপহারে খুশি হয়। তবে তাদের পুতুল পছন্দ। বৃশ্চিক রাশির মানুষরা শপিং করতে এবং বেড়াতে খুশি। উপহার হিসেবে পেতে চায় পোশাক। ধনু রাশির জাতিকাদের দূরের রোমান্টিক জায়গায় বেড়াতে নিয়ে গেলে খুশি হবে। খুশি সাজগোজের জিনিসে। মকর রাশির ফুলের তোড়া পছন্দ। তবে সবচেয়ে পছন্দ বই। এ রাশির মানুষরা বই পড়তে ভালবাসে। কুম্ভ রাশির জন্য উপহার হতে পারে ছোটখাটো গয়না বা শাড়ি। উপহার হিসেবে খাদ্যদ্রব্যও পছন্দ করে। আর মীন রাশির জাতক-জাতিকারা ঘর সংসারের জিনিস উপহার পেলে আনন্দ পান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: