মালয়েশিয়ায় ২৮ বাংলাদেশী আটক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৯ পিএম
মঙ্গলবার মালয়েশিয়ার নিলায় উতামা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও সেনাঅংয়ের অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশীসহ আটক করা হয় ১১০ জনকে। আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ৬৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশের ২৮, ইন্দোনেশিয়ার ২৩, পাকিস্তানের ১০, ইন্ডিয়ার ৭ ও একজন মিয়ানমারের নাগরিক। গ্রেফতারকৃতদের আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার করা হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের উপ-পরিচালক আমরিহ সিয়াটোহ বলেছেন, গ্রেপ্তারকৃতরা ২০ থেকে ৪৫ বছরের পুরুষ। তিনি বলেন, উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আজরিন মোহাম্মদ আমিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ১১০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, গ্রেপ্তারকৃত সকলকেই পরবর্তী পদক্ষেপের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আনা হয়েছিল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: