বুয়েটে নতুন ভর্তি নিয়ে যা জানালো কর্তৃপক্ষ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৪ পিএম
সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিন্ধান্ত নিয়েছে বুয়েটের এ্যাকাডেমিক কাউন্সিল। পরীক্ষা হবে আগের নিয়মে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়। প্রসঙ্গত, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। গত বুধবার (১২ ফেব্রুয়ারি) ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত (৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, জাতীয় অধ্যাপক, ইমিরিটাস অধ্যাপক, শিক্ষাবিদ, উপাচার্য, উপ-উপাচার্যদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেদিন বিশ্ববিদ্যালয়ের ওই কোরামের সদস্যরা কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় না যাওয়ার পক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে। একইদিন অনুষ্ঠিত ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভায়ও এর প্রতিনিধিরা কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় না যাওয়ার পক্ষে মত দেন। গত ১২ ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোরামের মতামত উত্থাপন করেন এবং এ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ঢাবি যাবে কিনা, সে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সভার সিদ্ধান্তের নেওয়া হবে বলে জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: