পাকিস্তানের নাগরিকত্ব চাইলেন ড্যারেন সামি

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫০ এএম
পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) এর নিয়মিত মুখ ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামি। এবারের পিএসএল শেষে আর নিজ দেশে ফেরত যেতে চান না এই ওয়েস্ট ইন্ডিয়ান। এরই মধ্যে তিনি দেশটিতে থেকে যাওয়ার জন্য নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি জানান, আমরা ড্যারেন সামির জন্য সম্মানসূচক নাগরিকত্ব চেয়েছি। আপাতত এ আবেদন পিসিবি প্রেসিডেন্টের দপ্তরে আছে। আমি পিসিবি চেয়ারম্যানকেও বলেছি, সামির হয়ে কথা বলার জন্য যেন এ আবেদন পাশ হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) থেকে পাকিস্তানে শুরু হয়েছে পঞ্চম পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে এবারই প্রথম টুর্নামেন্টের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে পাকিস্তানে। ৩৬ জন বিদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন এবারের পিএসএলে। পিএসএল নিয়ে ড্যারেন সামি বলেন, আমি চাই পঞ্চম পিএসএল সবচেয়ে সেরা হোক। চলুন বিশ্বকে দেখিয়ে দেই ক্রিকেট খেলার জন্য পাকিস্তান কতো দুর্দান্ত। পাকিস্তানে এ টুর্নামেন্ট হওয়াতে আমি খুবই উল্লসিত।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: