ঢাবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০, ০৮:৫৮ পিএম
করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ক্লাস পরীক্ষা বন্ধ করে দেয়ার পর এবার শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক হুমায়ুন কবির। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক হলগুলোতে অবস্থানকারী শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। ক্লাস পরীক্ষা বন্ধের সময়সীমাও ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।’ এর আগে গত ১৬ মার্চ করোনাভাইরাসের কারণে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনে আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।- ইউএনবি

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: