ভারতের আইসোলেশন সেন্টার থেকে বাংলাদেশি পালিয়েছে

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২০, ০২:২০ পিএম
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে করোনা ভাইরাসের সংক্রামণ ও পর্যাবেক্ষণে রাখা একটি হাসপাতালের আইসোলেশন সেন্টার থেকে বাংলাদেশি নাগরিক পালিয়েছেন বলে খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছিল। শুক্রবার (৩ এপ্রিল) শিলিগুড়ির ওই আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ায় করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক সৃষ্টি হয়েছে শিলিগুড়িতে। আইসোলেশন সেন্টার থেকে বাংলাদেশি পালিয়ে যাওয়ার বিষয়ে মাটগাড়া পুলিশ স্টেশনে একটি অভিযোগ দিয়েছেন সংশোধনী কেন্দ্রের তত্ত্বাবধায়ক কৃপাময় নন্দী। পশ্চিমবঙ্গের স্থানীয় পুলিশ এ বিষয়ে তদন্ত করছে একইসাথে ওই বাংলাদেশির খুঁজে বের করতে মাঠে নেমেছে পুলিশ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: