মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০, ০১:৩৭ এএম
চলমান বৈশ্বিক মাহামারি নভেল-১৯ করোনা ভাইরাসে মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের মধ্যে ৪১৬ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে ১২ জন প্রবাসী বাংলাদেশিও রয়েছেন। গতকাল রাতে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম স্টার এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম স্টার বলছে, মালয়েশিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক নূর হিশাম আবদুল্লাহ বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিয়মিত ব্রিফিংয়ে জানান, সেখানে থাকা বিদেশি নাগরিকদের মধ্যে ৪১৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ার, ৩৭ জন ভারতের, ৩১ জন মিয়ানমারের, ২৯ জন পাকিস্তানের, ২৫ জন চীনের, ১২ জন বাংলাদেশের, ২ জন ফিলিপিন্সের এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।সংবাদমাধ্যম স্টারের তথ্য বলছে, গতকাল পর্যন্ত মালয়েশিয়ায় মোট ৪ হাজার ২২৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাদের এক দশমাংশই বিদেশি নাগরিক।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: