আক্কেলপুরে সরকারি ৮৫ বস্তা চালসহ ডিলার আটক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০, ০৩:১৪ এএম
জয়পুরহাটের আক্কেলপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত সরকারী ওমএসের অবৈধ ভাবে মজুদ রাখা ৩০ কেজি ওজনের ৮৫ বস্তা চালসহ মেহেদী হাসান বাঘা নামে এক ডিলারকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২০ এপ্রিল) বিকালে তাকে উপজেলার কাঁঠালবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাঘা উপজেলার সোনামুখি ইউনিয়নের কোলা-গনিপুর গ্রামের আশরাফুলের ছেলে। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, নামে বে-নামে বিভিন্নভাবে চালগুলো উত্তোলন করে ডিলার অবৈধভাবে তার গোডাউনে মজুদ করে রেখেছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা উপজেলার সোনামুখী ইউনিয়নের কাঁঠালবাড়ি চারমাথা মোড়ে অভিযান চালায়। এসময় ৩০ কেজি ওজনের ৮৫ বস্তা সরকারি চালসহ ডিলার মেহেদী হাসান বাঘাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: