প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মাটির ব্যাংকে জমানো টাকা দিল এই শিশুরা

প্রকাশিত: ০৫ মে ২০২০, ০৩:৪৫ পিএম
প্রাণঘাতী করোনা মোকাবিলায় সামর্থ্যবানরা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এসে দেশের অসহায় মানুষদের সাহায্য করছে। কিন্তু পিরোজপুরে যা হয়েছে তা সকলের মন জয় করে নিবে। করোনায় অসহায় মানুষের কথা চিন্তা করে মাটির ব্যাংকে নিজেদের সঞ্চিত অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলো পিরোজপুরের পাঁচ শিশু শিক্ষার্থী। জেলা প্রশাসক ছোট্ট সোনামনিদের এ ধরনের মহানুভবতা দেখে আবেগ-আপ্লুত হন। পৌরসভার হুলারহাট মরিচাল গ্রামের মিনা শিশু নিকেতনের পাঁচ থেকে সাত বছরের ওই পাঁচ শিশু মাটির ব্যাংকে জমানো ১ হাজার, ৪২২ টাকার এই অর্থ সোমবার (৪ মে) জেলা প্রশাসকের হাতে তুলে দিল। শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শহিদুল ইসলাম মাজেদ জানান, টিফিনের টাকা থেকে সঞ্চয় করার জন্য প্রতিবছর তারা বিদ্যালয়টির শিক্ষার্থীদের মাঝে মাটির ব্যাংক বিতরণ করেন। আর সেখানেই শিক্ষার্থীরা তাদের টাকা সঞ্চয় করে। গত বছর বিতরণকৃত ব্যাংকে জমানো টাকা থেকে ৫ শিক্ষার্থী তাদের কাছে নিয়ে আসে করোনা ভাইরাসের দুর্যোগকালীন এই সময়ে সরকারকে সহযোগিতা করার জন্য। মূলত টিভিতে দেশের এই দুর্যোগের কথা জেনেই তারা সরকারকে সহযোগিতা করার ব্যাপারে আগ্রহী হয়। শিক্ষার্থীদের টাকার সাথে প্রতিষ্ঠানটির শিক্ষক এবং সংশ্লিষ্টরা আরও টাকা যোগ করে জেলা প্রশাসকের কাছে মোট ১৫ হাজার ৫২২ টাকা ৫০ পয়শা জমা দিয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের মাটির ব্যাংকে জমানো টাকার পরিমাণ ১ হাজার ৪২২ টাকা ৫০ পয়সা। ২০১৭ সালেও প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা বানভাসি মানুষকে সহায়তা করেছে বলেও জানান তিনি। এদিকে, মাটির ব্যাংকে নিজেদের সঞ্চিত অর্থ দানকারী সেসব শিশুরা হলো- মাশরাফি ইমরান আরিয়ান, বুশরা আক্তার, রেজভি হোসেন, সিনথিয়া ইসলাম ও শামীম মিনা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: