ঢাকা থেকে মাগুরা যাওয়ার ভাড়া ৯ হাজার টাকা!

প্রকাশিত: ২৩ মে ২০২০, ০৮:২৪ পিএম
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ রয়েছে সারাদেশের গণপরিবহন সেবা। গণপরিবহন বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে ঘাটে আসা ঈদে ঘরমুখো মানুষ। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে শনিবার (২৩ মে) ভোর থেকেই যাত্রীদের প্রচুর চাপ দেখা গেছে। পাটুরিয়া ঘাট পার হলেও দৌলতদিয়া ঘাটে এসে কোনো যানবাহন না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শনিবার সকাল ৮টায় দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কে দেখা যায়, ভোর থেকেই ঘাটে প্রচুর যাত্রীর চাপ রয়েছে। কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে এসে তারা ঘরে ফিরতে অনেকটা হিমশিম খাচ্ছেন। বিশেষ করে যারা দূরের যাত্রী- যশোর, ঝিনাইদহ, মাগুরা ও কুষ্টিয়ার, তারা পড়েছে বেশি ভোগান্তিতে। ঝিনাইদহগামী যাত্রী আবুল হোসেন বলেন, ‘দুই ঘণ্টা আগে ঘাটে এসেছি। কিন্তু এখান থেকে ঝিনাইদহ যাওয়ার কোনো যানবাহন পাচ্ছিনা। এখন কীভাবে যাবো বুঝতে পারছি না।’ সপরিবারে ঢাকা থেকে আসা বেসরকারি একটি সংস্থার কর্মকর্তা বলেন, ‘গাবতলী থেকে চার হাজার টাকা দিয়ে একটি প্রাইভেটকার ভাড়া করে পাটুরিয়ায় এসেছি। কিন্তু দৌলতদিয়া ঘাট থেকে মাইক্রোবাস মাগুরা পর্যন্ত ভাড়া চায় পাঁচ হাজার টাকা।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: