করোনায় আক্রান্তের নতুন রেকর্ড, শীর্ষ ৭-এ ভারত

প্রকাশিত: ০১ জুন ২০২০, ০৮:২৬ পিএম
পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন লাগামহীনভাবে বেড়েই চলেছে। লকডাউনের দু'মাস পরেও ভারতজুড়ে করোনা আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যায়নি। বরং বেড়েছে মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩৯২ জন। এটি এখন পর্যন্ত দেশটিতে একদিনে রেকর্ড পরিমাণ আক্রান্তের সংখ্যা। এদিকে, প্রাণঘাতী এই ভাইরাসে প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে সংক্রমণের সংখ্যা। ফলে দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৫৩৫ জন। যার ফলে বিশ্ব সংক্রমণের নিরিখে ভারত রয়েছে সপ্তম স্থানে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে আরও ২৩০ জনের। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯৪ জন। দেশটিতে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৯১ হাজার ৮১৮ জন। ইতিমধ্যেই করোনায় মৃত্যুতে চীনকেও ছাপিয়ে গিয়েছে ভারত। সেই সঙ্গেই এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষস্থানে রয়েছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ভারতে মোট করোনা রোগী ১ লাখ ৯০ হাজার ৫৩৫ জন, যার মধ্যে ৫ হাজার ৩৯৪ জনের ইতিমধ্যেই মৃত্যু ঘটেছে। শুধু যে করোনা সংক্রমণ বাড়ছেই তা নয়, করোনা সংক্রমণের বিচারে এবার ফ্রান্সকেও টপকে গেল ভারত। সবচেয়ে বেশি করোনা আক্রান্ত ১০ দেশের তালিকার মধ্যে নবম থেকে একেবারে সপ্তমে উঠে এল ভারত। ভারতে এক দিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়ে যাওয়ার এটি দ্বিতীয় দিনের ঘটনা

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: