করোনা মোকাবিলায় সংসদে জাতীয় ঐক্যমত গড়ার দাবি জানাল বিএনপি

প্রকাশিত: ১৫ জুন ২০২০, ১১:৩৯ পিএম
করোনা মোকাবিলায় মহান জাতীয় সংসদে জাতীয় ঐক্যমত গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশীদ। এসময় করোনাকে আল্লাহ কর্তৃক আজাব আখ্যায়িত করেন তিনি। সোমবার (১৫ জুন) সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশনে ২০১৯-২০২০ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। হারুনুর রশীদ বলেছেন, 'করোনাভাইরাস এটা আল্লাহ কর্তৃক আজাব, গত ৭ মাস যাবৎ সারা পৃথিবীকে যেভাবে গ্রাস করেছে, সারা পৃথিবীকে বিপর্যস্ত করেছে, সারা পৃথিবীর চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ রূপে বিপর্যস্ত। তাই পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার অবশ্যই জাতীয় ঐক্যমত গড়ার উদ্যোগ গ্রহণ করবেন বলে আশা রাখি। জাতির মধ্যে যে ক্ষতগুলো সৃষ্টি হয়েছে সেই ক্ষত দূর করার জন্য উদ্যোগ গ্রহণ করার দাবি জানাচ্ছি। সরকার জাতীয় ঐক্যমত তৈরি করে পরিস্থিতি মোকাবিলা করবে এই দাবি করছি।' তিনি বলেন, 'ব্যাপক উদ্বেগ–উৎকণ্ঠার মধ্য দিয়ে এই সংসদে আসছি। গতকাল দু’জন সদস্য ইন্তেকাল করেছেন। সারা বিশ্বকে নিঃসন্দেহে একটা কঠিন অবস্থায় পড়তে হয়েছে।' এই সময় তিনি সকল প্রচার মাধ্যমে বেশি বেশি করে সূরা বাকারার ১৫৫ নং ১৫৬ আয়াত প্রচারের অনুরোধ জানান। তিনি আরও বলেন, 'গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিট অনুমোদন দিতে পারলে উপজেলা পর্যায়ে পরীক্ষা ছড়িয়ে দিতে পারতাম। গণস্বাস্থ্যের মতো প্রতিষ্ঠান যদি এ ধরনের কিট উদ্ভাবন করতে পারে বিএসএমএমইউ অভিজ্ঞ চিকিৎসক গবেষক সেখানে কি কাজ হচ্ছে? এমপি-মন্ত্রীরা কোভিড আক্রান্ত হলে সরকারি হাসপাতালে যাচ্ছে না হয় সিএমএইচ না হয় প্রাইভেট হাসপাতালে যাচ্ছে। এটাই বাস্তবতা।' বিএনপির এই এমপি বলেন, 'আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভঙ্গুর। একেবারেই ধ্বংস হয়ে গেছে। গোটা স্বাস্থ্য ব্যবস্থা গত ১২ বছর ধরে ভারত নির্ভর, ভারত মুখী হয়ে গেছে। গত ১০ বছরে প্রায় কোটির অধিক মানুষ চিকিৎসার জন্য ভারত গেছে। কাজেই সরকারি উন্নয়ন ব্যয় হ্রাস করতে হবে। সরকারি উন্নয়ন ব্যয় হ্রাস করে মানুষের জীবন এবং জীবিকার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এই খাতে বরাদ্দ বৃদ্ধি করার দরকার।'  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: