হত্যা মামলায় জেলহাজতে ইবি কর্মচারী

প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ০২:০০ এএম
কুষ্টিয়ায় আলোচিত রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরাফাত হত্যা মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই কর্মচারীর নাম ইলিয়াস জোয়ার্দার। তিনি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে কর্মচারী ও ক্যাম্পাসের পার্শ্ববর্তী শেখপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সোমবার (৬ জুলাই) আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা শৈলকুপা থানার ওসি মহসিন হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে পুলিশ কর্মকর্তা মহসিন হোসেন জানান, আরাফাত হত্যা মামলার অন্যতম আসামি ইলিয়াস জোয়ার্দার গতকাল (সোমবার) কোর্টে আত্মসমর্পণ করলে, কোর্ট তাকে কাস্টডিতে পাঠায়। এখন তিনি ঝিনাইদহ জেলহাজতে আছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, 'এ বিষয়ে আমরা এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি। তথ্য নিশ্চিত হলে, বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।' প্রসঙ্গত, জমি সংক্রান্ত দ্বন্দ্বে প্রায় দুইমাস আগে কুষ্টিয়ার রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরাফাত হোসেন খুন হন। পরে এ মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। এদের মধ্যে ছয় নম্বর আসামি ছিলেন ইবি কর্মচারী ইলিয়াস জোয়ার্দার।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: