বিশ্বে টানা পঞ্চমদিনের মতো দু’লাখের বেশি করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ১২ জুলাই ২০২০, ০২:২৩ পিএম
করোনাভাইরাসের সংক্রমণ রোধে জারি করা লকডাউন উঠে যাচ্ছে দেশে দেশে। এদিকে রেকর্ড সংখ্যায় ভাইরাসটি সংক্রমণ ঘটিয়ে চলেছে মানুষের দেহে। টানা পঞ্চমদিনের মতো, শনাক্ত হলো দু’লাখের বেশি করোনা রোগী। ২৪ ঘণ্টায় ভাইরাসটি কেড়ে নিয়েছে আরও সাড়ে পাঁচ হাজার প্রাণ। এ নিয়ে করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়ালো ৫ লাখ ৬৭ হাজার। আক্রান্ত ১ কোটি সাড়ে ২৮ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার। মোট সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৩ লাখ ৬০ হাজারের মতো। গতকাল শনিবারও (১১ জুলাই) দিনের সর্বোচ্চ মৃত্যু ছিল ব্রাজিলে, মারা গেছেন প্রায় ১ হাজার মানুষ। দেশটিতে মোট প্রাণহানি ৭১ হাজারের বেশি। আক্রান্ত সাড়ে ১৮ লাখ। মেক্সিকোতে এ পর্যন্ত প্রাণ গেছে ৩৫ হাজার মানুষের। সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় ৩ লাখ। এদিন সাড়ে ৫শ’ মানুষ মারা গেছেন ভারতে, শনাক্ত হয়েছে রেকর্ড ২৮ হাজার সংক্রমণ। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ২২ হাজার ৬’শ, আক্রান্ত সাড়ে ৮ লাখের বেশি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: